রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজ চত্ত¡রে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরাফত হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনা সাথে জড়িতকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান। উল্লেখ্য, গত সোমবার সকালে তিনি হাটতে বের হলে শহরের বাইপাস সড়ক থেকে হেটে আসার সময় নতুন জেল খানার সামনে এক যুবক পিছন থেকে এস ধারালো দেশীয় অস্ত্র (দা) দিয়ে শিক্ষক সদানন্দ গাইনের মাথার আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।