Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ২:৩৬ পিএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটের আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আজ মঙ্গলবার সকাল থেকে বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে বাগেরহাটে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে সোমবার রাতে উপকূলীয় এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে আসে। ঘূর্ণিঝড় মোরা আতঙ্কে এসব এলাকার মানুষের নির্ঘুম রাত কাটে। অনেকে না খেয়ে রাতে রোজা রেখেছেন।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, বাগেরহাটের উপকূলীয় মংলা, শরণখোলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার প্রায় ৩৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ওঠে।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় উপকূলীয় জেলা বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
বাতিল করা হয় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। খোলা হয় ১০টি নিয়ন্ত্রণ কক্ষ এবং গঠন করা হয় ৮৩টি মেডিক্যাল টিম। জেলার ২৩৪টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠ পর্যায়ে থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করে।

তিনি আরো বলেন, সোমবার সন্ধ্যা থেকে বাগেরহাটের চার উপজেলার প্রায় ৩৪ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ওঠে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলে সবাই নিজ নিজ ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে। তারপরও সবাইকে সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ