Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ২:৩৫ পিএম

যশোর ব্যুরো : যশোরে শিশু সাবিনা ধর্ষণ ও হত্যা মামলায় লাভলু নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত লাভলু যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের এন্তাজ আলীর ছেলে।

সরকারি কৌঁসুলি (পিপি) ইদ্রিস আলী জানান, ২০১৪ সালের ২৩ মার্চ সন্ধ্যায় আসামি লাভলু শিশু সাবিনা খাতুনকে মিষ্টি কিনে দেওয়ার কথা বলে আনোয়ার হোসেনের পটল খেতে নিয়ে যায়। সেখানে লাভলু ও আনোয়ার সাবিনাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। ওই বছর ২৪ মার্চ সাবিনার বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে ওই বছরের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। মামলার সাক্ষ্য গ্রহণকালে আসামি আনোয়ার হোসেনের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শেষে আসামি লাভলুর বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। আসামি লাভলু কারাগারে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ