বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে নদীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় মজু চৌধুরী ঘাটে ভোলা-বরিশালগামী প্রায় পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েছেন। চরম দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। এ ছাড়া শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও কার্গো আটকা পড়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।