Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে জাবি ছাত্রের হাতে হাতকড়া!পুলিশকে হাইকোর্টের তলব

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে থেকে আটক আন্দোলনকারী এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে কেনো হাতকড়া পড়ানো হয়েছিল তার ব্যাখ্যা জানতে চেয়ে আশুলিয়া থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট।
এ বিষয়ে ব্যাখা দিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরকে ৩১ মে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ জারি করে। রুলের বিবাদীরা হলেন, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকার পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসি।
অসুস্থ অবস্থায় কাউকে হাতকড়া পরানো পুলিশ রেগুলেশন, বেঙ্গলের ৩৩০ (এ) বিধানের লঙ্ঘন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম রেজাউল করিম। পরে রেজাউল করিম বলেন, প্রতিবেদনটি উপস্থাপনের পর আদালত এ ঘটনার ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট থানার ওসিকে তলব করে এ আদেশ দেন। অসুস্থ ছাত্রটি হচ্ছেন জাহাঙ্গীরনগর সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের ছাত্র নাজমুল হাসান। তিনি জাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, গত শুক্রবার নাজমুল হাসান রানা ও আরাফাত নামের জাবির দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে নিহত শিক্ষার্থীদের জানাজা না করতে দেয়ার অভিযোগসহ পাঁচদফা দাবিতে শিক্ষার্থীরা পাঁচ ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনে ভাঙ্গচুর চালায়। এ ঘটনায় ৪২জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদের মধ্যে নাজমুল অসুস্থ থাকায় তাকে সাভারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশুলিয়া থানা পুলিশ হাতকড়া পড়িয়ে তাকে চিকিৎসা দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম বিতর্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) মুহসিনুল কাদির বলেন, ‘এখনো এ জাতীয় লিখিত আদেশ পায়নি। যদি পায় তাহলে ব্যাখা প্রদান করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ