বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার: পরিবেশবান্ধব দেশ গড়তে আসন্ন বাজেটে পরিবেশের উপর সবচেয়ে বেশি নজর দেওয়ার আহŸান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা। এ জন্য পরিবেশবান্ধব সড়কের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে ‘পরিবেশসম্মত উন্নয়ন ভাবনা: আসন্ন বাজেট ও বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই আহŸান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।
পরিবেশবান্ধব যেগাযোগ ব্যবস্থা প্রসারে গুরুত্বারোপ দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে রাজশাহী দ্রæত গতিতে ফোর লেনের রেলপথ তৈরি করতে হবে। বিভাগীয় শহরগুলোর সাথে চারলেনের এবং চট্টগ্রামের সাথে আট লেনের ইল্কেট্রিক্যাল রেল উন্নয়নের ব্যবস্থা, আরো প্রয়োজনীয় বগি ও ইঞ্জিন তৈরি এবং মেরামতের সক্ষমতা বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।
এছাড়া ঢাকার আশপাশের জেলাগুলোর (যেমন-ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ) সাথে ঢাকার রেলপথ চার লেন করলে এর দুই লেনে মালবাহী ট্রেন আর দুই লেনে যাত্রীবাহী ট্রেন চলতে পারবে। এর ফলে সময় ও অর্থ বাচঁবে বলে মনে করেন তিনি।
পবার বাজেট ব্যবস্থাপনায় বলা হয়, ২০৪০ সালে দেশে জনসংখ্যা হবে ২৫ কোটি। এদের ১২ কোটি মানুষ নিত্যকর্মস্থলে যাতায়াত করবে। দেশে ১০০টি অর্থনৈতিক জোন হচ্ছে। ফলে বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষমতা ২০ থেকে ৪০ গুন বাড়ানোর প্রয়োজন হতে পারে। এই জন্য রেলকেন্দ্রিক সড়ক, নৌ এবং আকাশ পথের একটি সমন্বিত মানুষ ও পণ্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন দরকার।
এতে আরো বলা হয়, পরিবেশ দূষণ করে না-এমন শিল্পকারখানাকে প্রণোদনা রদয়া কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সক্রিয় করতে হবে পরিবেশ আদালতকে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পবার যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক স্থপতি শাহীন আজীজ, ব্যারিস্টার নিশাত মাহমুদ, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের প্রতিনিধি প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।