Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিংড়ায় নারীর গলা কাটা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার কলম গ্রাম থেকে শাপলা বেগম (৩০) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার কলম গ্রামের পুন্ডরী শ্মশানঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের বাসিন্দা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল­াহ আল মামুন ও এলাকাবাসি জানায়, স্বামীর বাড়ি থেকে একটি শিশু সন্তানকে সংগে নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসার পর শনিবার রাতে শাপলা বেগম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরের দিন রোববার রাতে কলম গ্রামের পুন্ডরী শ্মশানঘাট এলাকায় একটি রাস্তার পাশে এক নরীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে শাপলার লাশ চিনতে পারে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে এই জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হত্যাকান্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ