বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাবি সংবাদদাতা : চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিকে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ। গতকাল সোমবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন সাংবাদিকদের জানান। তিনি বলেন, আমাদের দাবিসমূহের মধ্যে রয়েছে, ৪২ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করে নেওয়া, আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিষ্ক্রীয় ভূমিকা পালনের জবাবদিহিতা। এই দাবি সমূহ আগামী ৩ জুনের মধ্যে মানা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সিন্ডিকেট মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।