Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানকে পুঁজি করে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করতে হবে-কেসিসি মেয়র

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও নিরাপদ খাদ্য পণ্য সরবরাহ নিশ্চিতকল্পে গতকাল খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন বাজারে বাজার দর মনিটরিং করা হয়। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি’র নেতৃত্বে সকাল ৯টায় শেখপাড়া বাজার ও নিউমার্কেট কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। সিটি মেয়র এ সময় নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।
মনিটরিংকালে সিটি মেয়র মাহে রজমানকে পুঁজি করে অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহারের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, অতিরিক্ত মুনাফার দৃষ্টিভঙ্গি পবিত্র রজমানের সম্পুর্ণ পরিপন্থী। সে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য আদায় করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে একটি টিম প্রতিদিন বাজারসমূহ মনিটরিং করবে বলে তিনি উল্লেখ করেন।
মনিটরিংকালে অন্যান্যের মধ্যে কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো: গাউসুল আযম, বাজার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: হাফিজুর রহমান মনি, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সচিব মো: ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল হালিম, সিনিয়র ভেটেরিনারী সার্জন ডা. মোঃ রেজাউল করিম, বাজার সুপার গাজী সালাউদ্দিন, শেখপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. এ বাশার, নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান গোরাসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ