Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলবে ঈদের ছুটিতেও পেশ হবে ৪ লাখ কোটি টাকার মেগা বাজেট

সংসদ বাজেট অধিবেশন বসছে ১১টায় আজ

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম


পঞ্চায়েত হাবিব : বাজেট পাসের স্বার্থে ঈদের ছুটির মধ্যেও আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ঈদ ২৭ জুন হলেও পরদিন ২৮ জুন এমপিদের অধিবেশনে আসতে হবে এবং ওই দিনই বাজেট আলোচনা শেষ করতে হবে। কারণ পরদিন ২৯ জুন পাস হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের চতুর্থ বাজেট।
সংসদ সচিবালয় জানায়, আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বেলা ১১ টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন কতদিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
আজ অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বরাবরের মতো বাজেট অধিবেশন দীর্ঘ হবে। সরকারি ছুটির দিনসহ ঈদের ছুটিতেও অধিবেশনের কার্যক্রম চলবে বলে জানা গেছে। এবিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, বাজেট পাসের স্বার্থে ঈদের ছুটির মধ্যে সংসদ অধিবেশন চালাতে হবে। ঈদ ২৭ জুন হলেও পরদিন ২৮ জুন এমপিদের অধিবেশনে আসতে হবে। ওই দিন বাজেট আলোচনা শেষ করতে হবে। ঈদের জন্য ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অধিবেশনের বিরতি দেয়া হবে। এদিকে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার হতে পারে প্রায় ৪ লাখ কোটি টাকারও বেশী। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। আগামীকাল ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের এই বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৬তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৮তম। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ১১তম বাজেট।
বাজেট অধিবেশন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ভবনের ভেতরে বাহারি ফুলগাছ দিয়ে সাজানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিচারপতিকে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিও বাজেট পেশের দিন উপস্থিত থাকবেন। এছাড়া দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থেকে বাজেট পেশের দিন অর্থমন্ত্রীর বক্তব্য শুনবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ