Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় চিকিৎসক ধর্মঘটে রোগীদের চরম দুর্ভোগ

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : লাগাতার ধর্মঘট পালন করছেন খুলনা জেলায় সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরতসহ চিকিৎসকরা। তাঁদের ঘোষিত ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন আজ রোববারও জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন তাঁরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।গতকাল শনিবার থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটের আগে গত বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছিলেন চিকিৎসকরা।চিকিৎসকদের এই ধর্মঘটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শুধু সেবিকাদের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে তৈরি হয়েছে ভীষণ উৎকণ্ঠা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ