Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০০ পর্বে ধারাবাহিক নাটক অলসপুর

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ৪ জুন আরটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অলসপুর’ ১০০০ পর্বে পদার্পণ করতে যাচ্ছে। ২০১১ সালের মে মাসে চ্যানেলটিতে নাটকটির প্রচার শুরু হয়েছিল। সে হিসেবে ৬ বছরে ১০০০ পর্বের মাইলফলক স্পর্শ করছে ধারাবাহিকটি। এ উপলক্ষে আরটিভি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নাটকটির নতুন প্রমো দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী, রচয়িতা, পরিচালক, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- অধ্যাপক রহমত আলী, ডলি জহুর, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, আরফান, আলভী, মৌসুমী হামিদ, শানারৈ দেবী শানু, তুষ্টি, দিহার, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে। পরিচালক আল হাজেন বলেন, গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। আমি প্রতিটি শিল্পীর কাছে কৃতজ্ঞ তারা সবাই একটি পরিবারের মতো অবিরাম সমর্থন দিয়ে যাচ্ছেন। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমাদের দেশের নাটকে সবচে’ বড় সংকট ভালো গল্প। দর্শক ধরে রাখতে হলে ভালো গল্পের কোনো বিকল্প নেই। এদেশের চ্যানেলগুলোকে প্রতিনিয়ত বিদেশের চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। সেই জায়গা থেকে কোনো ধারাবাহিকের ১০০০ পর্বে পদার্পণ করতে যাওয়াটা আশার বিষয়। দর্শকদের মাঝে যতদিন চাহিদা থাকবে কিংবা তারা দেখতে চাইবেন ততদিন আমরা নাটকটি প্রচার করে যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ