Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় চ্যানেলে প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: রমজান মাস উপলক্ষে প্রাণ প্রিমিয়াম ঘি আয়োজন করেছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্টার কুক’। অনুষ্ঠানটি ছয়টি চ্যানেলে প্রচার হচ্ছে। উইনার হটপট ও প্রাণ গুঁড়া মশলা অনুষ্ঠানটির সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে। রন্ধনবিদ কেকা ফেরদৌসীর পরিচালনায় রোজার মাসে প্রতিদিন বাংলা ভিশন-এ বেলা ৩:৪৫ মিনিটে, চ্যানেল নাইন-এ বেলা ৩ টায়, দেশ টিভিতে বিকাল ৫:২০ মিনিটে, এশিয়ান টিভিতে বিকাল ৫:০৫ মিনিটে, মোহনা টেলিভিশনে বিকাল ৪:৫৫ মিনিটে ও ইনডিপেন্ডেন্ট টিভিতে সন্ধ্যা ৬:১১ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। প্রাণ ডেইরির’র ক্যাটাগরি ম্যানেজার মাকসুদুর রহমান জানান, অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে তারকা থাকছেন, যিনি রান্নায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তুলেছেন। বাঁধন, তানভীন সুইটি, নওশীন, হিল্লোল ও সিদ্দিকুর রহমানসহ জনপ্রিয় সব তারকারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটির পরিচালক কেকা ফেরদৌসী জানান, নতুন নতুন রেসিপি দিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে গৃহিণীরা ঘরে বসে কীভাবে মুখোরোচক বিভিন্ন খাবার তৈরি করতে হয় তা জানতে পারবেন এবং রান্নার বেশ কিছু সহজ এবং প্রয়োজনীয় কৌশল সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শান্তা জাহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ