প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পপি নতুন পণ্যের মডেল হলেন। একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ট্রাক্টর’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন তিনি। আগামী সপ্তাহে রাজধানীর অদূরে পূবাইলে বিজ্ঞাপনটির শূটিং হবে বলে জানান পপি। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা এ রহমান। পপি বলেন, ‘অনেক বিজ্ঞাপনেই কাজ করার প্রস্তাব আসে। পণ্য ও বিজ্ঞাপনের থিম পছন্দ না হওয়ায় করা হয় না। এই বিজ্ঞাপনের গল্প ভাবনা’সহ সবকিছুই ভালো লেগেছে। নির্মাতা আন্তরিকতা নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করলে অবশ্যই একটি ভাল কাজ হবে।’ উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের আগেই পপি প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। মুম্বাইয়ের নির্মাতা কুটু চ্যাটার্জির নির্দেশনায় ‘বার্জার পেইন্ট’র বিজ্ঞাপনে পপি প্রথম মডেল হন। এর পর লাক্সের মডেল হন। এই বিজ্ঞাপনে ‘আজকের তারকা উজ্জ্বল উচ্ছল অপরূপা পপি’ কথাটি সে সময় দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এরপর চলচ্চিত্রে অভিনয়ে পপি ব্যস্ত হয় উঠেন। এদিকে ঈদ উপলক্ষে পপি কায়সার আহমেদ’র নির্দেশনায় ‘মেন্টাল’ নাটকে অভিনয় করছেন। এছাড়া আরো কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।