Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, ট্রাক মালিক নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:৪৭ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলাম নিহত নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর পানিরকল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার ওই ট্রাকের মালিক ছিলেন রফিকুল ইসলাম। চালক বেঁচে গেলেও ঘটনাস্থলেই ট্রাক মালিক রফিকুলের মৃত্যু হয়। নিহত রফিকুল কালীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারগ্রামের আরশেদ আলির ছেলে।

এ ঘটনায় ট্রাক হেল্পার, চালকসহ মোট তিন জন আহত হয়েছেন। দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটি ও পরে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ট্রাক মালিক রফিকুল নিহত হন। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ