Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝাড়–দার পাবলু মিয়ার হাতে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের ৫ হাজার টাকা জরিমানা করেন ধর্ষককে।
জানা যায়, স্কুলের নিয়োগ প্রাপ্ত ঝাড়–দার বাবলু মিয়া হলেও তার পরিবর্তে ছোট ভাই পাবলু মিয়া স্কুলের ঝাড়–দারের দ্বায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার ২৫ মে সকালে ক্লাস শুরুর পূর্বে ২য় শ্রেনীর ছাত্রী তার সহপাঠিদের নিয়ে স্কুলে গেলে ধর্ষক পাবলু মিয়া সহপাঠী ২ জন ছাত্রীকে স্কুলের পিছনে গাছের পাতা কুড়াতে বলে পাঠায় এবং লাঞ্ছনার শিকার ছাত্রীর চাচাতো ভাই শরিফ মিয়াকে পাশের রুমে গামছা দিয়ে বেধে রেখে তাকে ধর্ষণ করে বলে নির্যাতিত শিশুটি মৌলভীবাজার সদর হাসপতালের বিছানায় থেকে ঘটনার বর্ণনা জানায়।
নির্যাতিতার বাবা দুলাল মিয়া জানান, বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করতে ২৭ মে এলাকার মুড়লরা তাকে ডেকে নেন। সালিশে মেয়ের চিকিৎসা বাবত ৫ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত তাকে জানান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে তিনি ২৬ মে ও ২৭ মে রাজনগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে আইনীভাবে অগ্রসর হলে পাবলু এবং তার ভাইরা আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, এখন আমি নিরাপত্তা হীনতায় ভোগছি। মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনী বিভাগের সিনিওর কনসাল্টটেন্ট ফাতেমা মমতাজ রুজি জানান, শিশুটির পরীক্ষা নিরীক্ষার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটি কতটুকু সত্য তা ডাক্তারী পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। তবে গ্রাম্য শালিসের মাধ্যমে এটা শেষ করতে চাইলে মেয়ের পরিবার এটা মানতে রাজি হয়নি। এবিষয়ে জানতে পাবলুর বাবা চিনু মিয়া’র সাথে একাধিকবার যোগোযোগ করার চেষ্টা করলে থাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ