Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথায় দু’দলে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে সরোয়ার মাতুব্বার (৩২) নামে এক যুবক নিহত  হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরোয়ার লক্ষনদিয়ার পাশে বনগ্রামের মৃত খাদেম মাতুব্বারের ছেলে। এ সময় ব্যাপক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে সংঘর্ষকারীরা। পুলিশ, ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সাথে গ্রাম্য দল-পক্ষ নিয়ে লক্ষনদিয়া গ্রামের মৃত তেহারদ্দিদন মাতুব্বারের ছেলে হাফিজুর মাতুব্বারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে শনিবার রাতে চেয়ারম্যানের সমর্থকদের সাথে হাফিজুরের সমর্থকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই সূত্র ধরে রোববার সকালে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা-ছোরা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক বসতঘর ভাঙচুর, ৪/৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করে সংঘর্ষকারীরা। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যানের সমর্থক সরোয়ার মাতুব্বার ঘটনাস্থলে মারা যায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সালথা থানা পুলিশ ১৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৬২টি টিয়ারসেল নিক্ষেপ করেন। এতে উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দীন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় ৪জনকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ