Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে সওজ’র সড়ক সংস্কার কাজ চলছে নিম্নমানের ইটের খোয়া দিয়ে

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়ার আমুয়া পর্যন্ত সড়ক ও জনপদের ৩২ কিলেমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানের বড় বড় গর্তের মেরামতের কাজ চলছে খুবই নি¤œ মানের ইটের খোয়া দিয়ে। গতকাল রোববার এ কাজ শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভেঙ্গে যাওয়া স্থান গুলির কার্পেটিং একটি মেশিন দ্বারা আলগা করছে এবং ওই সকল জায়গার পাশেই নি¤œমানের খোয়া মজুদ রাখা হয়। কোন কোন জায়গায় ওই খোয়া রাস্তায় বিছিয়ে দেয়া হয়েছে। কাজের দায়িত্বে থাকা মিস্ত্রী রকিব হোসেন বলেন, ইট ভাটায় অর্ডার দিয়ে আসলে ভাটার লোকজন ৫০ ফুট নি¤œ মানের খোয়া পাঠিয়েছে। এই ইটের খোয়া নি¤œমানের আমরা সেটা বুঝতে পেরেছি। তাই এ খোয়া এই রাস্তার কাজে ব্যবহার করবো না, ভাল খোয়া দিয়েই কাজ করবো। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন, এ নি¤œ মানের খোয়া রাস্তায় বিছিয়ে দেয়া হয়েছে। এ খোয়া দিয়েই কোনমতে সড়ক সংস্কার করে বরাদ্দকৃত অর্থ লুট করা হয়। এই সড়কের আংগারিয়া গ্রামের খান বাড়ির সামনে গত দেড় বছর আগে দশ লাখ টাকা ব্যায়ে কিছু অংশ মেরামত করা হয়েছিল কিন্তু সে অংশেও বর্তমানে ভেঙ্গে যাওয়ায় পুনরায় মেরামতের কাজ করা হচ্ছে। এ বিষয়ে ঝালকাঠির সড়ক ও জনপদ অফিসের এসডি শেখ নাবিল হোসেন বলে, সড়কটির বিভিন্ন অংশে বিভিন্ন মিটারে বর্তমানে মেরামতের জন্য প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। নি¤œমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ তিনি অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ