Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে হত্যার দায়ে স্ত্রী ও পরকিয়া প্রেমিকের মৃত্যুদন্ড

সহযোগীর যাবজ্জীবন

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিককে মৃতুদন্ড এবং তাদের এক সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রাকিবুল ইসলাম গতকাল (রোববার) দুপুরে এ দন্ডাদেশ ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত ৩ জনই আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন। মৃতুদন্ডপ্রাপ্ত মমতাজ বেগম (৪০) রায় শুনে কাঠগড়ায় জ্ঞান হারান এবং অপর দুজন হাউমাউ করে কেঁদে উঠেন।  মমতাজ বেগম বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামের মৃত স্বরূপ আলী মৃধার স্ত্রী। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপরজন ও মমতাজের পরকিয়া প্রেমিক একই গ্রামের কালাম হাওলাদার (৪০)। তাদের সহযোগী রাজীব রাঢ়ী (২০) কে যাবজ্জীবন করাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছর কারাদন্ড প্রদান করা হয়েছে।  
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ৩ ছেলে ১ মেয়ের জননী মমতাজ বেগম ঝাড়ফুঁকের ব্যবসা করতো। এ কাজের জন্য সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক কালাম হাওলাদারের মোটরসাইকেলে বিভিন্ন স্থানে আসা যাওয়া করত। মমতাজের সাথে মটর সাইকেল চালক কালামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে মমতাজ বেগম ও তার স্বামী স্বরূপ আলীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০১৫ সালের ১১ মার্চ দিবাগত রাত ২টার দিকে মমতাজ বেগমের কান্নকাটি শুনে বাড়ির অন্যরা এগিয়ে আসে। এসময় মমতাজ জানায়, তার স্বামী স্বরূপ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। খোঁজাখুজি করে রাতেই বাড়ির দক্ষিন পাশে খালের মধ্যে কাঁদার মধ্যে মাথা পুঁতে রাখা অবস্থায় স্বরূপ আলীর লাশ পাওয়া যায়। তাকে হত্যার অভিযোগে স্বরূপ আলীর ভাই আশ্রাফ আলী মৃধা ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম ও তার প্রেমিক কালাম হাওলাদার সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক হেমায়েত কবির এজাহাভুক্ত দুজন ছাড়াও রাজীব রাঢ়ীকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন। স্বাক্ষ্য গ্রহন ও উভয়পক্ষের আইনজীবীদের সাওয়াল জবাব  শেষে বিজ্ঞ বিচাক গতকাল ঐ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ