Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : মূর্তি ইস্যুতে বামদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত শনিবার বিকালে  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশ করে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাওলানা দেওয়ান আব্দুল খালেক। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সালেহিনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান, সেক্রেটারি এনামুল হক, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিন গাজী, ফরিদ উদ্দিন আবরার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে জনতার দাবি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করা। সরকার তা উপলব্ধি করতে পেরে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু জনবিচ্ছিন্ন একদল বামপন্থী মূর্তি অপসারণে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তা কোনোভাবেই সহ্য করার মত নয়। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আলোচিত গ্রিক দেবীর মূর্তি সরানোর প্রতিবাদকারীদের প্রতিহত করার ঘোষণা দেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ