বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : মুক্তার হোসেন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে আবুল হোসেনের ইজিবাইক। ইজিবাইকটি নিয়ে যাবার পর এর কোন হদিস পাচ্ছে না আবুল হোসেন। ইজিবাইকের সন্ধানে পাগলের মত ঘুরে বেড়াচ্ছে আবু হোসেন। একবার সে প্রেস ক্লাবে আসছে, আবার মুক্তার হোসেনের পিছনে দৌড়াচ্ছে। উপায়ন্তর না দেখে গরীব ইজিবাইক চালক আবুল হোসেন পুলিশ সুপারের নিকট ইজিবাইকটি ফেরত পাবার জন্য আবেদন জানিয়েছে। মুক্তার হোসেন হচ্ছে নরসিংদীর একজন ট্রাফিক হাবিলদার। পক্ষান্তরে আবুল হোসেন হচ্ছেন পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের একজন গরীব ইজিবাইক চালক।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, আবুল এনজিও থেকে ঋণ নিয়ে একটি ইজিবাইক ক্রয় করে তার চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ২৪ মে সকালে আবুল হোসেন তার ইজিবাইকটি নিয়ে নরসিংদী শহরের জেলখানা মোড়ে এলে ট্রাফিক হাবিলদার মুক্তার হোসেন ইজিবাইকটি আটক করে। পরে তাকে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে থানায় দেখা করার কথা বলে আবুল হোসেনকে তাড়িয়ে দেয়। পরে সে আবার মুক্তার হোসেনের কাছে গিয়ে ইজিবাইকের কথা জিজ্ঞাসা করলে মুক্তার হোসেন তাকে হুমকি ধমকি দিয়ে বিদায় করে দেয়। এই অবস্থায় আবুল হোসেন নরসিংদী প্রেস ক্লাবে গিয়ে ঘটনাটি জানালে সাংবাদিকরা ঘটনাটি লিখিতভাবে পুলিশ সুপারকে জানানোর পরামর্শ দেয়। আবুল হোসেন পরে এব্যাপারে একটি লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে দাখিল করে। এতে সে তার ইজিবাইকটি ফেরত পাবার জন্য আবেদন জানায়।
এব্যাপারে নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকরা ট্রাফিক ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেনা। মুক্তার হোসেন এ ধরনের কোন ইজিবাইক থানায় বা অন্য কোথাও জমা দেয়নি। তবে আবুল হোসেন টিআই সাহেবের সাথে যোগাযোগ করলে তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।