Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ অস্ত্র ৪ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র গুলিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ টিম কক্সবাজার জেলার সদর থানাধীন পূর্ব গোমাতলী এলাকায় অবিযান চালিয়ে কলিম উল্লাহ (৪৮) ও মোঃ রফিকুল ইসলাম কাজলকে (৪০) গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে ৪টি এসবিবিএল, ১টি ওয়ানশুটার গান, ২টি রামদা এবং ৩ রাউন্ড কার্তুজের খালী খোসা উদ্ধার করা হয়। একই সময় আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, তারা এসব অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী, ডাকাতি, লবন চাষীদের কাছ থেকে চাঁদা আদায়, মাছের ঘের থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
নগরীতে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। গত শনিবার গভীর রাতে নগরীর বগারবিল এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতার মো. আলী আকবর (২৯)। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযানে যায়। পুলিশ দেখে আকবর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পুলিশ আকবরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে বলে জানান ওসি।
এদিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী বড়মীর পাড়া লালিয়ারহাট চিকনদন্ডী ভূমি অফিসের সামনে সৈয়দ জোনায়েত আহমেদ রাসেল (৩১) নামে এক যুবককে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ