Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংগাইর ও সাটুরিয়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ নিহত ৫ আহত ৫

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে মারা গেছে দুই স্কুল ছাত্রসহ পাঁচজন। এই ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। আহত পাঁচজনের মধ্যে  তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও অপর দুইজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার হরগজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র পবন সরকার (১৫) ও সপ্তম শ্রেনীর ছাত্র জয়ন্ত সরকার (১৩), সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আসলাম শেখ (৩০), আবদুল বারেক (৪০) ও আবু তাহের (৩৫)।  সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় হরগজ গ্রামের ধান ক্ষেতে ঘাস কাটছিল পবন ও জয়ন্ত। বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন জানান, একই সময় সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের একটি ক্ষেতে ধান কাটছিল ১০/১২জন শ্রমিক। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে আবু তাহের ও আবদুল বারেক মারা যায়। আহত হয় অপর ৬জন। আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যায় আসলাম শেখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১০ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ