Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহ মেহেরবান গান সরাতে লিগ্যাল নোটিশ

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস টু’ চলচ্চিত্রে ব্যবহৃত গান ‘আল্লাহ  মেহেরবান’ ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।
গতকাল রোববার ডাকযোগে অ্যাডভোকেট মো. আজিজুল বাশারের পক্ষে ওই আইনজীবী আইনি নোটিশটি পাঠান। আগামী তিন দিনের মধ্যে গানটি সরিয়ে নিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জগন্যভাবে চিত্রায়িত করা হয়েছে  যে যা বলার অপেক্ষা রাখে না। পবিত্র রমজানের আগে এ রকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থাটি  দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত  হেনেছে বলেও  নোটিশে উল্লেখ করা হয়। এতে সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব,সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিতত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজি), চলচ্চিত্র  সেন্সর  বোর্ডের  চেয়ারম্যান, জাজ মাল্টি মিডিয়ার পরিচালককে বিবাদী করা হয়েছে।
নোটিশ প্রেরণকারী ওই আইনজীবী সাংবাদিকদের বলেন, গানটিতে আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে। এই গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।  
এতে আরো বলা হয়, আমার মক্কেল গত ২৭  মে আমার মক্কেল ইউটিউবে ‹আল্লাহ  মেহেরবান› গানটি খুঁজে পান। তিনি গানটিকে ইসলামী গান মনে করে দেখিতে পান বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এই চলচ্চিত্রে মূল অভিনেতা জিৎ এবং অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরবর্তী সময়ে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবি। বাংলাদেশের পক্ষে এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ