Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই ইফতারী দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে গত বছরের তুলনায় এ বারের সামগ্রীর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গফরগাঁও বাজারের দোকানের মালিক মোঃ ইমদাদুল হক ইন্তু জানান, কিছু কিছু জিনিসপত্রের মূল্য গতবারের তুলনায় এ বারে বৃদ্ধি পেয়েছে। ক্রেতা মোঃ ইমরান জানান, রমজান শুরু হলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপন্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে ফেলে। এ ছাড়া কাঁচামরিচ প্রতিকেজি ২০টাকার স্থলে ৫০ টাকা, বেগুন প্রতিকেজী ১৫ টাকার স্থলে ৮০ টাকা আদাসহ বিভিন্ন রকমের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ, মুরগী গরু ও ছাগলের গোস্তর দামও অনুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ