Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো ইফতার অনুষ্ঠানে আইয়ূব বাচ্চু

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চু প্রথম কোনো ইফতার বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে চ্যানেল আই’র জন্য নির্মিত ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। আইয়ূব বাচ্চুর অংশগ্রহণে পর্বটি প্রচার হবে ৫ রমজান সন্ধ্যা ৬.৩৫ মিনিটে। আইয়ুব বাচ্চু তার ছোটবেলার ইফতার নিয়ে স্মৃতিচারণ করেছেন, বলেছেন ইফতার নিয়ে তার জীবনের জানা-অজানা অনেক কথা। রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি এবার পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের অন্যতম পণ্য ‘ভিম’। এ বছর অনুষ্ঠানে দেখানো হবে কেকা ফেরদৌসীর নিজস্ব ইফতার ব্যবস্থা নিয়ে রেসিপি। অনুষ্ঠানে আরো থাকছে পুষ্টিবিদদের রমজান মাসের ইফতার ও খাদ্যবিষয়ক পরামর্শ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন বিভিন্ন অঙ্গণের একজন তারকা শিল্পী। অংশ নেবেন সুর্বণা মুস্তাফা, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ