Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ কবি শাহীন রেজার জন্মদিন

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ কবি শাহীন রেজার ৫৫তম জন্মদিন। প্রেম, প্রকৃতি ও সৃষ্টিকর্তার কাছে সমর্পিত এ কবি ১৯৬২’র এই দিনে পিরোজপুর জেলার পুখরিয়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। একাধারে কবি, চিত্র ও নাটক নির্মাতা, সম্পাদক ও গবেষক শাহীন রেজার নিজবাড়ি একই জেলার কাউখালী উপজেলার শির্ষা গ্রামে। আশির দশকের নেপথ্যচারী এ কবির এ যাবত প্রকাশিত কাব্য গ্রন্থের সংখ্যা ১৭। এ কবি বর্তমানে পাক্ষিক বৈচিত্র এবং অনলাইন নিউজ পোর্টাল বৈচিত্র নিউজ ২৪ডটকম সম্পাদনা করছেন। তার সম্পাদনায় সহসাই বাজারে আসছে নতুন আঙ্গিকে মুক্ততথ্য নামের একটি দৈনিক এবং বৈচিত্র টিভি ডটকম নামে একটি অনলাইন টিভি চ্যানেল। সার্ক ইয়াং রাইটার্স ফোরামের সভাপতি এবং কবিতা বিষয়ক ছোটকাগজ কবি এবং কবিতার সম্পাদক কবি শাহীন রেজার ৫৫তম জন্মদিন উপলক্ষে চিন্তাশীল পাঠকের কাগজ বৈচিত্র কার্যালয়ে ঘরোয়া আড্ডা ও কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। এতে কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ