Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভরিথিং, এভরিথিং

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু
২। এলিয়েন : কোভেনেন্ট
৩। এভরিথিং, এভরিথিং
৪। ¯œ্যাচ্ড
৫। কিং আর্থার : লেজেন্ড অফ দ্য সোর্ড
‘জিন অফ জোনসেস’ (২০১৬) চলচ্চিত্রের জন্য খ্যাত স্টেলা মেগি পরিচালিত রোমান্স ড্রামা ‘এভরিথিং, এভরিথিং’। নিকোলা ইউনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
ম্যাডি হুইটিয়ার এনসিআইডি নামের একটি ইমিউনোডেফিসিয়েন্সি রোগে আক্রান্ত কিশোরী। সারাটা সময় তাকে ঘরের ভেতর কাটাতে হয়। তার সঙ্গে শুধু তিনজন মানুষের যোগাযোগ আছে- তার মা, নার্স কার্লা আর নার্সের মেয়ে রোসা। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সে। বই পড়তে খুব ভালবাসে সে। একদিন পাশের বাড়ি নতুন একটি পরিবার এসে ওঠে। তাদের কিশোর ছেলে ওলি’র জানালাটা ম্যাডির জানালার মুখোমুখি। ফলে প্রথমে কুশল বিনিময় থেকে তাদের বন্ধুত্ব হয়। তারা মোবাইলে মেসেজিংয়ের মাধ্যমে ভাবের আদান প্রদান করে। ওলির সঙ্গে দেখা হলে সে ম্যাডিকে বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা দেয়। তাদের বন্ধুত্ব একদিন ম্যাডির জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। সে তার ঘরের গন্ডি ছেড়ে বাইরে এসে জীবনকে পুরো উপভোগ করা ইচ্ছা প্রকাশ করে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ