Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জ, রাউজান ও নেত্রকোনায় সড়ক দুর্ঘনায় নিহত ৯

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম


অভ্যন্তরীণ ডেস্ক : শনিবার রাত এবং রোববার কুষ্টিয়ার মিরপুর, বগুড়ার আদমদিঘি, সিরাজগঞ্জ, চট্টগ্রামের রাউজান ও নেত্রকোনোয় সড়ক দুর্ঘনায় ৯ জন নিহত হয়েছেন। এ সংক্রান্ত আমাদেও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০) নিহত হন। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কুষ্টিয়া বিজিবি সদর দপ্তরের সামনে বাসের ধাক্কায় নির্মল মন্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। একই সড়কের গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ভিক্ষুক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন ।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকুপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কুষ্টিয়া একপ্রেস নামের একটি বাস মালবাহী ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরো ৬ জন। আহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা কবিরপুরের শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যামনগর গাবুরা গ্রামের রহমান আলী (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতীয়া গ্রামের হাওয়া খাতুন (৬০), রাজবাড়ী পাংশা সেনগ্রামের হেলাল মন্ডল হেলপার (৩৫), সদর উপজেলার বেলঘড়িয়ার মমতাজ খাতুন (৪৫), মিরপুর উপজেলার বহলবাড়ীয়ার ইউসুফ আলী (৪০)। এদিকে আজ সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটো বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো বাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল রাস্তায় ছিটকে পদে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্ত পার হবার সময় দ্রæতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হন।
আদমদিঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানানা, বগুড়ার আদমদিঘি উপজেলায় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রোববার সকালে আদমদীঘি-সান্তাহার সড়কের বশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সূর্ষতা গ্রামের অজিত চন্দ্র বসাক (৪৮) ও তার ছেলে মিঠুন চন্দ্র বসাক (২০)।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ট্রলি চাপায় হোসেন আলী নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে বাড়ির সামলে খেলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন আলী লেঙ্গুরা ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের রবি মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানায়, রবিবার সকালে শিশু হোসেন আলী বাড়ির সামনে সড়কের পাশে খেলা করছিল। এসময় দ্রæতগামী একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে কলমাকান্দার থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানানা, সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রোববার বেলা সাড়ে ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অজ্ঞত এক ব্যক্তির মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপর দিকে ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলা বাজার এলাকায় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সাথে একটি যাত্রবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, উজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ফরহাদ (২০) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত আরো একজন। হতাহত দুজনই মুন্সিরঘটা পাকখ্যাইন্যা পুকুর পাড়স্থ ‘ইরফান টাইলস’র কর্মচারি। গতকাল রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান কলেজ গেইটের সামনে একটি দ্রæতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার ডাবুয়া ইউনিয়নের মুছা ফকির হাট এলাকার জনৈক মরহুম আব্দুল হাকিমের পুত্র। আহত অপর তরুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধিন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত ফরহাদ একভাই এক বোনের মধ্যে ছোট বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ