Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বেতাগীতে যাচাই-বাছাইয় নিয়ে মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যদের হয়রানির অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে সঠিক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটির একাধিক সদস্যর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে। জানা গেছে, অনলাইনে আবেদনকারী ৩১৯ জনের মধ্যে মাত্র ২৮ জনের পক্ষে অভিযোগকারী মো: মাহাবুবুর রহমান ও আব্দুল ওয়াজেদ হাওলাদার উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার ও তার ভাই জামুকার বরাত দিয়ে জেলা কমিটির প্রতিনিধি মুক্তিযোদ্ধা, মন্ত্রনালয়ের প্রতিনিধি মুক্তিযোদ্ধা ,জামুকার প্রতিনিধি কে উদ্বুদ্ব করে জন প্রতি ২লক্ষ টাকা নিয়ে স্বাক্ষী প্রমান ছাড়াই সঠিক মুক্তিযোদ্ধা হিসেবে অনলাইনে আবেদনকারীদের বাছাই করা হয়েছে এবং তারাই মন্ত্রনালয়ে অভিযোগ করে গেজেট ও লাল বার্তাভুক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার নিকট থেকে জন প্রতি একই পরিমানের অর্থের বিনিময় অনলাইন ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকা আদায় করেন। এ অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার মো: রেজাউল করিম ফারুক বলেন, এর কোন ভিত্তি নেই। অভিযোগ প্রদানকারী অনেকেরই স্বাক্ষীর অনুউপস্থিতি , আবেদন করাীর সঠিক বয়স প্রমান, অনেক স্বাক্ষীর উপস্থিতি সত্বেও স্বাক্ষ্য নিশ্চিত করতে না পারায় তাদের কে কমিটি বিবেচনায় আনতে সক্ষম হননি বিধায় না মনজুর তালিকায় রাখা হয়েছে। ৭ মে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর নিকট এ অভিযোগ প্রদানকারী ২৮ জনের মধ্যেও অনেকের স্বাক্ষর জাল করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে এমনও অভিযোগ রয়েছে। এ দিকে গতকাল রবিবার অনলাইনে সুপারিশকৃত ও গেজেটভুক্ত একাধিক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ও যাচাই-বাছাইকৃত প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করার জন্য এ অভিযোগ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ