Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ২:৪০ পিএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রোববার বেলা সাড়ে ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, রোববার বেলা ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এসময় আহত হয় আরো ২ জন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
অপর দিকে ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলা বাজার এলাকায় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ