Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ২:৩২ পিএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬ জন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার সায়েম ইসলাম (৩০) নিহত হন। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কুষ্টিয়া বিজিবি সদর দপ্তরের সামনে বাসের ধাক্কায় নির্মল মন্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। একই সড়কের গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ভিক্ষুক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন ।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে শৈলকূপা থেকে ছেড়ে ঢাকা অভিমুখী কুষ্টিয়া এক্সপ্রেস নামের একটি বাস মালবাহী ট্রাকের পিছনে সজরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরো ৬ জন। আহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা কবিরপুরের শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যামনগর গাবুরা গ্রামের রহমান আলী (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতীয়া গ্রামের হাওয়া খাতুন (৬০), রাজবাড়ী পাংশা সেনগ্রামের হেলাল মন্ডল হেলপার (৩৫), সদর উপজেলার বেলঘড়িয়ার মমতাজ খাতুন (৪৫), মিরপুর উপজেলার বহলবাড়ীয়ার ইউসুফ আলী (৪০)। এদিকে আজ সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি ক্যাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস মিরপুরগামী একটি অটো বাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো বাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মন্ডল রাস্তায় ছিটকে পদে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ