Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হল ছাড়ার নির্দেশে চরম বিপাকে জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ২:২৮ পিএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং আজ ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশে প্রথম রোজার দিনে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। কিন্তু অল্প সময়ের মধ্যে হল ছাড়ার এ নির্দেশে দেশে বিভিন্ন প্রান্তের থেকে আসা শিক্ষার্থীরা পরিবহন সংকটে ভুগছে।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও প্রান্তিক গেটে গিয়ে দেখা যায়, পরিবহনের অভাবে অসংখ্য শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। গাড়ির জন্যে অপেক্ষাকৃতদের চোখে মুখে হতাশা ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সশস্ত্র পুলিশের অবস্থান ভীতির মাত্র আরো বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জ্যোতি বলেন, “সকাল ৮টা থেকেই আমাদের হলে ঘণ্টা বাজিয়ে পুলিশের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি।”
এসময় রংপুরের জেলার জাবির এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের প্রশাসন এমন জঘন্য সিদ্ধান্ত নিতে পারে তা আমার জানা ছিল না। এখান আমি রংপুর যাওয়ার টিকিট পাচ্ছি না। ঢাকার কোথায়ও আমার থাকার জায়গা নেই। এখন কি করবো বুঝতে পারছি না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ