বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুরে নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকগন আলোচনা করেন।
ল²ীপুর জেলা নিয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগম বলেন, ল²ীপুরের সকল সমস্যা সমাধানে গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো নিয়ে কাজ করা হবে। মতবিনিময় সভায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইসমাইল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন প্রমূখ। মতবিনিমিয় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং যে কোন সমস্যা সমাধানে সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।