Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ রাকাত তারাবীহ আদায়কারীরা হযরত ওমর (রা.)’র মতের বিরুদ্ধাচরণ করছে- আলহাজ হাফিয সাব্বির আহমদ

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

লন্ডন সংবাদদাতা : সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন সেন্টার বার্মিংহাম ইউকের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, ইজমায়ে উম্মতের মত হচ্ছে তারাবির নামাজ ২০ রাকাত। এই ইজমা হযরত ওমর (রা.)’র শাসনামলে হয়েছে। এ সময়েই তারাবির রাকাত নিয়ে মতানৈক্যের নিরসন হয়। এরপর থেকে শত শত বছর ধরে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিনসহ মুমিন মুসলমানরা বিশ রাকাতের উপর আমল করে আসছেন। বর্তমানে সালাফিরা তারাবির নামাজ ৮ রাকাত বলে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। তাদের এই ফতোয়া হযরত ওমর (রা.) এর ইজমার বিরুদ্ধচারণ করছে। তারা পরিস্কার গোমরাহীর মধ্যে আছে। এদের উদ্দেশ্য খারাপ। গত শুক্রবার সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূফি ক্বারী আব্দুল মুনতাকিম। সভাপতির বক্তব্যে সূফি ক্বারী আব্দুল মুনতাকিম বলেন, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন ট্রাস্ট একটি দ্বীনি খেদমতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ফাউন্ডার হচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা বড় ছাহেব ফুলতলী। কাজেই এর পরিচালকদের এ খেদমত পরিচালনা করতে হলে অনেক ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহর রাসূলের আদর্শকে সামনে নিয়ে চলতে হবে।
তিনি বলেন, পৃথিবীর কোথাও সূফিজমের মানুষেরা কারো সাথে অহেতুক ঝগড়া, বিবাদে লিপ্ত হয় না। উত্তম আদর্শের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহবান করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদ ও এডুকেশন ট্রাস্টের ডাইরেক্টর আলহাজ কাজী নানু মিয়া, আলহাজ মো. জসিম উদ্দিন, ফয়ছল আহমদ চৌধুরী, মো. আব্দুল আলিম, মো. শহিদ মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ