Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনবাগে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : সেনবাগে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল দুপুরে পুলিশ দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নেজাম নামে একজন আটক করেছে পুলিশ। সে স্থানীয় যুবলীগ কর্মী বলে জানা গেছে । ধর্ষিতা ও আটকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার নাঙ্গল কোর্ট উপজেলার ডালুয়া বাজারের আবদুল বাতেনের ছেলে নুর আলম তার স্ত্রী শিউলী আকতারকে নিয়ে সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ল²ীপুর গ্রামে আতœীয়ের বাড়িতে বেড়াতে আসে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগ কর্মী রিয়াজ, নুরনবী. মিজান. সাইফুল, শহীদ. ইসমাইল. স্বপন, কপিল উদ্দিন কচি. ও কামাল অস্ত্রের মুখে দম্পতিকে তুলে নিয়ে যায়। এসময় তাদের নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা স্বামী নুর আলমকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর ও শনিবার দুপুর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নুর আলম ও তার স্ত্রীকে ডুমুরুয়া ইউনিয়নের বিমল ডাক্তারের ফার্মেসির পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নেজাম নামে একজন আটক করেছে পুলিশ। উভয়কে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় চাঁদাবাজি অপহরন শ্লীলতাহানি ও দশর্নের মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ