বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজেরাই ফেসে গেল অস্ত্রের তিন কারবারি। র্যাব-৫ কে আউয়াল ও শহীদুল নামে দুজন খবর দেয় বাঘার কিশোরপুর গ্রামের জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র আছে। গতকাল রাতে র্যাব দুজনকে সাথে নিয়ে অভিযানে যায়। সেখানে পৌঁছানোর পর আউয়াল ও শহীদুলের কথাবার্তা ও গতিবিধি র্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয়। এ সময় আউয়ালকেই তল্লাশি করে র্যাব। তখন তার কাছে এক রাউন্ড গুলিসহ একটি শুটারগান পাওয়া যায়। এ সময় তাদের দু’জনকেই আটক করা হয়।
আউয়াল র্যাবকে জানায়, তার সঙ্গে থাকা শহীদুল তাকে এ অস্ত্র দিয়েছেন। শহীদুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, কোয়েল মন্ডল নামে আরেক ব্যক্তি তাকে অস্ত্রটি দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোয়েলকেও আটক করা হয়। পরবর্তীতে কোয়েলও বিষয়টি স্বীকার করেন। তাদের কাছ থেকে একটি দেশীয় শুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল সেট ও তিনটি সিম কার্ড উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। আটকরা হলেন- উপজেলার হেলালপুর গ্রামের দেসেন আলীর ছেলে আউয়াল আলী (৩৪), গঙ্গারামপুর গ্রামের মহৎ প্রামানিকের ছেলে শহীদুল ইসলাম (৪০) ও মৃত হামিদুর রহমানের ছেলে কোয়েল মন্ডল (৩৪)। র্যাব জানিয়েছে, আটকরা স্বীকার করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রটি দিয়ে তারা জিয়াউর রহমানকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। তারা নিজেরাই অস্ত্রের ব্যবসা করেন বলেও স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।