বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আইয়ুব আলী : মাহে রমজানের ঠিক আগের দিন (শনিবার) চট্টগ্রামে শাক-সবজির দাম স্থিতিশীল থাকায় ক্রেতাদের মাঝে ছিল স্বস্তি। তবে গরু, মুরগি, খাসি ও মাছের দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে গরু ও খাসির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। মাছ ও মুরগির দাম বেড়েছে ২০ টাকা। নগরীর রেয়াজুদ্দিন বাজারে গরুর গোশত বিক্রি হয় কেজি ৬৫০ টাকায়, খাসি ৭২০ টাকা, দেশি মুরগি ২৫০ টাকা এবং ফার্মের মুরগি ১৫০ টাকা।
নগরীর বাজারগুলোতে বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা, পটল ৩২ টাকা, কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা, শসা ২০ টাকা, টমেটো ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, শিম ১০০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, কাকরল ৩০ টাকা, কইডা ২০ টাকা, পেঁয়াজ ২২ টাকা।
মাছের বাজারে দেখা গেছে রুই মাছ কেজি ২২০ টাকা থেকে ২৩০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, কাতলা (বড় সাইজ) ৪৫০ টাকা, পাঙ্গাস ১৪০ টাকা, লইট্টা ১২০ টাকা, লাল চিংড়ি ১৪০ টাকা, ফার্মের মাগুর ৯০ টাকা।
আড়তদার মোহাম্মদ উল্লাহ জানান, চট্টগ্রামের দোহাজারী, সীতাকুন্ড, কক্সবাজারের চকরিয়া ছাড়াও যশোর, খুলনা, সাতক্ষীরা, নাটোর, নরসিংদী থেকে চট্টগ্রামের বাজারে প্রচুর সবজি এসেছে। এভাবে সরবরাহ বজায় থাকলে রোজায় শাক-সবজির দাম স্থিতিশীল থাকবে।
এদিকে রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও জামা-কাপড়ের বাজারমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৭টি খুচরা ও ২টি পাইকারী বাজারসহ নগরীর শপিং মল, সুপারসপ, কাপড়ের পাইকারী বাজারগুলোতে মনিটরিং শুরু করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস, সৈয়দ মোরাদ আলী, আবদুস সামাদ শিকদার, রঞ্জন চন্দ্র দে, মোঃ তৌহিদুল ইসলাম, শান্তা রহমানকে প্রধান করে ৬টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটিরিং টিমে সিটি কর্পোরেশন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, পুলিশ, র্যাব, জেলা বাজার কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য, টিসিবিসহ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অর্ন্তভুক্ত রয়েছেন। ভুক্তভোগী ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং আরও জোরদারের দাবি জানিয়েছেন। গতকাল নগরীর ২নং গেইট এলাকায় কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট, বহদ্দারহাট বাজার, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং টিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।