Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিলসহ ৬ দফা মানতে হবে - ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার : বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে গত শুক্রবার ঢাকাস্থ ৩১/এফ, তোপখানা রোড, শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম এ হান্নানের উপস্থিতিতে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৬ দফা দাবী আদায়ের কর্মসূচি ঘোষনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম ভ‚ইয়া। তিনি বলেন, সম্প্রতি ৪র্থ শ্রেনীর কর্মচারীদের বিভ্রান্ত করার চক্রান্ত হচ্ছে এ বিষয়ে ৪র্থ শ্রেনী কর্মচারীদের শর্তক থাকতে হবে। সংবাদ সম্মেলনের ৬দফা দাবী হচ্ছেঃ-
১। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দাস প্রথার ন্যায় আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল করতে হবে। ২। বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় সারাদেশের ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান করতে হবে। ৩। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি মোতাবেক নি¤œ আয়ের ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারীদের পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে। ৪। নার্সদের ন্যায় সাজ পোষাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। ৫। এককালীন শতভাগ পেনশন উত্তোলনের ব্যবস্থা চলমান রাখতে হবে। ৬। ৪র্থ শ্রেনীর সকল পদ থেকে ৩য় শ্রেনীতে পদোন্নতির বিধান রাখতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলা হয় আগামী ১জুলাইের মধ্যে দাবী পূরণের সুষ্পষ্ট সিদ্ধান্ত না পেলে সারাদেশের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের দাবী আদায়ের জন্য আগামী ০২ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত বিভাগীয় শহর ও জেলায় জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের গণসংযোগ কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ এবং আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদেও মহাসচিব নোমানুজ্জমানা আল আাজাদ, এছাড়াও ৪র্থ শ্রেনীর কেন্দ্রী কমিটির কার্যকরী সভাপতি মনির আহম্মেদ, উপদেষ্টা এম এ আউয়াল, সহসভাপতি মানিক মিয়া, আলী আকবর, আম্বিয়া বেগম পলি, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মোঃ আজিম, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক খন্দকার আক্কাছ, পাঠাগার সম্পাদক আব্দুল জাব্বার, আর্ন্তজাতিক সম্পাদক মোঃ মরন চাঁন, সমাজ কল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আবুল কালাম, নির্বাহী সদস্য কামরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।



 

Show all comments
  • md masudrana ২৮ মার্চ, ২০১৮, ১১:২১ এএম says : 0
    ভাই সারা দেশে ন্যায় আমরাও ভুগতো ভুগি একটি সরকারি কোং আছি সিকউরি গাড হিসাবে ১২ বছর চাকরি করতেছি এখন সরকারি চাকরির বয়স শেষ চাকরি শেষে বউ বাচচাদের কি দিব আমাদের জিবন কি বৃথাই পার করে দিব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ