Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

আমতলী (বরগুনা ) উপজেলা সংবাদদাতা : বরগুনার তালতলীর আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন গুররুতর আহত হয়েছে। নিহতের নাম জুলহাস (২৮), সে নলবুনিয়া গ্রামের মাজেদ প্যাদার ছেলে। আহতরা হলেন,আলীর বন্দর গ্রামের আমজেদ আলীর ছেলে জহিররুল(২৫), উত্তর ঝাড়াখালীর নাসির সিকদারের ছেলে আঃ জব্বার(৩০),কড়াইবাড়িয়ার ধলু জোমাদ্দারের ছেলে জহিররুল(২০)। আহতদেরকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮ টার দিকে ২টি মোটর সাইকেল যোগে উলে­খিত ৪ মোটর সাইকেল ড্রাইভার দ্রুত চালানোর প্রতিযোগিতা করে আলীর বন্দর থেকে তালতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোক্তার হাওলাদার বাড়ির মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বাস আসলে মাটর সাইকেল ২টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনা স্থলেই চালক জুলহাসের মৃত্যু ঘটে। এ ব্যাপারে তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনা শুনেছি, তবে হতাহতদের অমতলী হাসপাতালে নেয়া হয়েছে এখন বিষয়টি আমতলী থানার দায়িত্ব আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ