প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: সত্য ঘটনা অবলম্বনে আন্তর্জাতিক মানসম্পন্ন ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’ প্রতি শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে। ইতোমধ্যে ধারাবাহিকটির ৩৯ পর্ব প্রচার হয়েছে। দর্শক গ্রহণযোগ্যতায়ও এখন শীর্ষে। টিআরপি রেটিংয়ে ধারাবাহিকটির অবস্থান শীর্ষে। নির্মাতা মনে করছেন যে উদ্দেশ নিয়ে ‘ক্রাইম পেট্রোল’ নির্মাণ করা হয়েছিল, সেই উদ্দেশ সফল হয়েছে। সবধরনের দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ্য হয়েছে। নাটকটির কাহিনী গড়ে উঠেছে বিভিন্ন অপরাধের সত্য ঘটনাকে কেন্দ্র করে। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সৎ, ন্যায়-নিষ্ঠাবান, সাহসী কিছু পুলিশ অফিসারের অভিযান ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে নাটকটিতে। ‘ক্রাইম পেট্রোল’র প্রতিটি ঘটনা ২ পর্বের মধ্যে পরিসমাপ্তি ঘটানো হয়। নাটকটি পরিচালনা করেছেন আশরাফুল ইসলাম পিপিএম। তিনি জানান, বর্তমানে ‘ক্রাইম পেট্রোল’ দর্শক জরিপে শীর্ষে অবস্থান করছে। আমাদের চিন্তা-ভাবনা এবং এর যথাযথ প্রয়োগের কারণেই সম্ভব হয়েছে। মনে হচ্ছে, আমার শ্রম সার্থক হয়েছে। পুলিশ কর্মকর্তা হয়েও ব্যস্ততার মাঝে ‘ক্রাইম পেট্রোল’র মতো নাটক করার উদ্দেশ সম্পর্কে আশরাফুল ইসলাম বলেন, পুলিশের ভেতরের কষ্টগুলো অনেকের অজানা। আমাদের সীমাবদ্ধতা সম্পর্কেও সবাই জানে না। এসব বিষয়গুলো জানানোই মূল লক্ষ্য। তিনি বলেন, সাধারণ জনগণ থেকেই কিছু মানুষ আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে। তারা যদিও পুলিশ, তবে জনগণের বাইরের কেউ না। একটা সময় পর্যন্ত জনগণের নিরাপত্তার দায়িত্ব পালন করে অবসর গ্রহণের পর পুণরায় জনগণের মাঝেই তারা ফিরে যায়। কাজেই পুলিশ জনগণেরই একটা অংশ এবং জনগণের বন্ধু। তাছাড়া টিভি নাটক এমন একটি মাধ্যম, যা সাধারণ মানুষ নিজেদের জীবনের সাথে মিলিয়ে ফেলে এবং এতে তাদের মানসিকতারও পরিবর্তন ঘটে। নাটকের ম্যাসেজের মাধ্যমে জনগণ ও পুলিশ উভয়ে উভয়ের ভুল-ত্রæটিগুলো বুঝতে পারবে এবং সচেতন হবে। এই ভুল বুঝতে পেরে সচেতন হলে জনগণ পুলিশের কাছাকাছি আসবে এবং পুলিশও জনগণের সেবক হিসেবে আস্থার সাথে কাজ করতে পারবে। জনগণ ও পুলিশ একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। থানার অফিসারদের আচরণ এবং সততা বিপদগ্রস্ত মানুষের সত্যিকার বন্ধু হওয়ার প্রেরণা যোগাবে। তাছাড়া নতুনদের মধ্যে যারা ভাল অভিনয় করে অর্থাৎ প্রচার বিমুখ থিয়েটার কর্মীদের মধ্যে যারা মিডিয়ায় কাজ করার সুযোগ পাচ্ছে ন, তাদের সুযোগ দেয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে ক্রাইম পেট্রোল কাজ করছে। আমি মনে করি, ‘ক্রাইম পেট্রোল’ নাটকটি বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি বাড়িয়েছে। এই সাফল্যের পেছনে যে ক’জনের অবদান আছে, তাদের মধ্যে রয়েছেন হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম, অতি: ডিআইজি, পুলিশ হেড কোয়ার্টারস, বাংলাদেশ পুলিশ, মো: মাহবুব আলম পিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান। এছাড়া আর একজনের কথা না বললেই নয়- সে আমার খুব পছন্দের অফিসার, পুলিশ বাহিনীকে শোবিজে জনপ্রিয় করেছে এবং সে আমার শিষ্য। তার নাম ডি এ তায়েব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।