Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসুদা আনাম কল্পনার একসঙ্গে নজরুল সঙ্গীতের তিন অ্যালবাম

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মাসুদা আনাম কল্পনা একসঙ্গে তিনটি নজরুল সঙ্গীতের একক অ্যলবাম প্রকাশ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ইউটিউবে তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন। বিগত এক বছর ধরে তিনি এই তিনটি একক অ্যালবামের কাজ করেন। নজরুলের গান আগ্রহীরা যেন শুদ্ধ সুরে শিখতে পারেন, গাইতে পারেন সেই লক্ষে এই তিনটি একক অ্যালবামের কাজ করেছেন। অ্যালবাম তিনটি হচ্ছে ‘কেন কাঁদে পরান’, ‘নমঃ নমঃ বাংলাদেশ মম’ এবং ‘ফিরিয়া যদি সে আসে’। তিনটি অ্যালবামের প্রতিটিতেই আছে দশটি করে নজরুল সঙ্গীত। মাসুদা আনাম কল্পনা বলেন, ‘জাতীয় কবির জন্মজয়ন্তীতে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই তিনটি অ্যালবাম শ্রোতাদের জন্য উপহার হিসেবে প্রকাশ করেছি। মূলত নজরুলের অপ্রচলিত গানগুলোই আমি এই অ্যালবামে গেয়েছি যেন আগ্রহী শ্রোতারা, শিক্ষার্থীরা শুদ্ধ সুরে শিখতে পারেন, গাইতে পারেন। একজন শিল্পী হিসেবে, শিক্ষক হিসেবে, সর্বোপরি একজন নজরুলপ্রেমী হিসেবে আমার নিজের চেষ্টায় আন্তরিকতা নিয়েই আমি অপ্রচলিত গানগুলো গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভালোলাগবে।’ মাসুদা আনাম কল্পনা জানান, নতুন ত্রিশটি গানের সঙ্গীতায়োজন করেছেন শীতাংশু মজুমদার ও অ¤øান দত্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ