রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে র্দূবৃত্তরা। গত শুক্রবার রাতে র্দূবৃত্তরা ওই ঘটনাটি ঘটায়।
জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের মৎস চাষী শাহজাহান মিয়ার ৫০ শতক পুকুরে গত শুক্রবার রাতে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মূল্যের ১০টন কৈ মাছ নিধন করেছে র্দূবৃত্তরা। পুকুরের পানি ও মাছ পরীক্ষার জন্য ময়মনসিংহে মৎস গবেষণা ইনস্টিটিউট (এফ আর আই) কেন্দ্রে পাঠানো হয়েছে। খবর পেয়ে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। মৎস চাষী শাহজাহান জানান, গত শুক্রবার রাতে যে কোন সময় র্দূবৃত্তরা পুকুরের পানিতে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার কৈ মাছ নিধন করেছে। এক কারণে তিনি প্রায় ৮ লাখ টাকার ঋণ গ্রস্ত হতে হবে।
এব্যাপারে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আ: মোতালেব চৌধূরী বলেন, মাছ নিধনের বিষয়টি জানার পর পরিদর্শণ করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।