Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর পাঁচদোনা সমাবেশ থেকে ক্ষোভ দুঃখ ও হতাশা নিয়ে ফিরেছেন জাসদ নেতাকর্মীরা

উশৃঙ্খল আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে টুশব্দটি করেননি তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে ঃ আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্ভাব্য হামলার আশংকায় জাসদের শত শত নেতাকর্মী ও সমর্থক গত বুধবার অনুষ্ঠিত পাঁচদোনার সমাবেশে যোগ দিতে পারেনি। যারা যোগ দিয়েছে তারাও ক্ষোভ দুঃখ নিয়ে ফিরে গেছে। সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তৃতায় ক্ষুব্ধ হয়েছে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকরা। বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পলাশ আসন থেকে মহা জোটের নৌকা মার্কা পেয়েও আ’লীগ নেতাকর্মীদের বাধার মুখে নির্বাচনী প্রচারনা চালাতে পারেনি জাসদ কর্মীরা। নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ে আ’লীগ নেতাকর্মীদের মার খেয়েছে তারা। আ’লীগের স্বতন্ত্র প্রার্থী পোটনের ভোটকর্মীদের কেন্দ্র দখল, সীল মারামারির কারণে নৌকা প্রতীক পেয়েও নির্বাচনে জয়ী হতে পারেননি জাসদ নেতা জায়েদুল কবির। কিছুদিন পূর্বে পাঁচদোনার মোড়ে সমাবেশ করতে গিয়ে আ’লীগ নেতাকর্মীদের হাতে মার খেয়েছে জাসদ নেতাকর্মীরা। গত সোমবার পাঁচদোনা মোড়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ডেকে আ’লীগ নেতাকর্মীদের হাতে মার খেয়েছে জাসদ নেতাকর্মীরা। জাসদের সভামঞ্চ দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সর্ব শেষ গত বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পুলিশী নিরাপত্তায় বক্তৃতা দিয়ে চলে গেছেন। আওয়ামী লীগের উশৃংখল নেতাকর্মীদের ব্যাপারে একটি কথাও বলেননি জাসদ নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর এই ঘটনার পর থেকেই জাসদ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, দুঃখ ও হুতাশা দেখা দিয়েছে। স্থানীয় জাসদ নেতাকর্মীরা জানিয়েছে, মহাজোটের শরিক দল হিসেবে জাসদ (ইনু) কেন্দ্রীয় নেতা জায়েদুল কবির নরসিংদী ৩ পলাশ আসন থেকে মনোনয়ন লাভ করেন। তাকে বরাদ্ধ দেয়া হয় নৌকা প্রতীক। এই নৌকা প্রতীক নিয়ে জাসদ নেতা জায়েদুল কবির এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারনায় নামলেও মাঠ পর্যায়ে বাধার সৃষ্টি করে আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা। তারা আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের ছোট ভাই কামরুল আশরাফ খান পোটনকে স্বতন্ত্র প্রার্থী বানিয়ে নৌকা ও নৌকার প্রার্থী জাসদ নেতা জায়েদুল কবিরের বিরুদ্ধে মাঠে নামে। আওয়ামী লীগের সভাপতি হয়েও আওয়ামী লীগ তথা মহাজোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মাঠে নামেন সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নির্বাচনী প্রচারনা চলাকালে মহাজোট প্রার্থী জাসদ নেতা জায়েদুল কবির ও তার ভোট কর্মীরা পদে পদেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মার খেয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের দিন কেন্দ্র দখল করে সীল মেরে মহাজোট প্রার্থী জাসদ নেতা জায়েদুল কবিরকে পরাজিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ খবর জানার পরও জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। কিছুদিন পূর্বে পলাশ আসনের স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পোটন আওয়ামী লীগের যোগদান করেছেন। এব্যাপারেও কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কিছুদিন পূর্বে পাঁচদোনার মোড়ে সভা করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মার খেয়েছে সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাসসহ কয়েকজন নেতাকর্মী। এ ব্যাপারেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বলে জানা যায়নি। গত রবিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রধান আতিথ্যে অনুষ্ঠিত পাঁচদোনা এলাকায় জঙ্গীবাদ বিরোধী সমাবেশে সভামঞ্চ করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মার খেয়ে জাসদ নেতাকর্মীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সভামঞ্চ দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ কথা জানানোর পর হাসানুল হক ইনু বলেছিলেন, যে কোন মূল্যেই তিনি পাঁচদোনায় সভা করবেন। তিনি গত বুধবার সভা করেছেন। তবে নিজস্ব সাংগঠনিক শক্তি খাটিয়ে করতে পারেননি। পুলিশী সহযোগিতায় তিনি সভা করেছেন। সভা চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভাস্থলের আশেপাশে মোটরসাইকেল মহড়া দিয়েছে। এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন বলে শ্লোগান দিয়েছে। প্রতিবাদ সভা করেছে। এরপরও সমাবেশে দাড়িয়ে জাসদ নেতা হাসানুল হক ইনু এসব উশৃংখল নেতাকর্মীদের বিরুদ্ধে টু-শব্দটি করেননি। তিনি পুলিশ প্রহরায় সভা করে বক্তৃতা দিয়ে চলে গেছেন। সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে কিছু না বললেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন। বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা দুঃখ প্রকাশ করে বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একজন সমাজতান্ত্রিক নেতা। তার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জায়েদুল কবিরকে নির্বাচনে পরাজিত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ নেতাকর্মীরাই তার দলীয় নেতাকর্মীদেরকে মারধোর করেছে। তার সভামঞ্চ দখল করে নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। ইনু’র সমাবেশ চলাকালে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শ্লোগান দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর সভা মঞ্চে দাঁড়িয়ে তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু সমালোচনা করেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। জাসদ নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, গত নির্বাচনে নৌকা মার্কা পেয়েও জাযেদুল কবির নির্বাচিত হতে পারেনি। সামনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পায় কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ