Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ইউআইটিএস এর ভিসি হিসেবে যোগদান

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাততা : ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস- ইউআইটিএস’এর ভিসি পদে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান যোগদান করেছেন। প্রেসিডেন্ট ও বিশ^বিদ্যালয়সমুহের চ্যান্সেলর মো: আবদুল হামিদ স¤প্রতি তাকে এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করেন। স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বহু উলেখযোগ্য কৃতিত্ব অর্জন করেন। আমেরিকান ফুলব্রাইট ফেলোশীপ ও কমনওয়েলথ স্কলারশীপ বহু স্কলারশীপ লাভ করেছে।
অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান আমেরিকায় টহরাবৎংরঃু ড়ভ জযড়ফব ওংষধহফ (টজও), করহমংঃড়হ-এ গ্রীণ মার্কেটিং বিষয়ের উপরও ভিজিটিং স্কলার ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনার ও প্রবন্ধ উপস্থাপন করেছেন। প্রফেসর সোলায়মান পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে ১৫টি আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ১৯৫৫ সালে চট্টগ্রামের সীতাকুন্ডের মছজিদ্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ড. সোলায়মান সরকারী বিশ্ববিদ্যালয়ে ও বিদেশে দীর্ঘ দিনের অধ্যাপনার অভিজ্ঞতা দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিস্তারেও কাজে লাগিয়েছেন। এ প্রেক্ষিতে দেশের স্বনামধন্য শিল্পপতি, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী তাঁকে ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়টির তৎকালীন চট্টগ্রাম ক্যাম্পাসের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ