Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোগবাদিতা লোভ সিয়াম সাধনার পরিপন্থী -মহিউদ্দিন চৌধুরী

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাহে রমজানে চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহŸান জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ভোগবাদিতা ও অতিলোভ-লালসা সিয়াম সাধনার পরিপন্থী। তিনি চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে গত বৃহস্পতিবার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, গুটিকয়েক ব্যবসায়ীর কাছে দেশের জনগণ জিম্মি হতে পারে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কোনো অনিয়ম হলে জনগণ প্রতিরোধ করবে। চাক্তাই মকবুল আলী রোডে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন মিঠু। আরো বক্তব্য রাখেন কাউন্সিলর হাজী নুরুল হক, নুরুল আমিন শান্তি, জামাল হোসেন, ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ