Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল না

বনানীর ঘটনা নিয়ে মিডিয়ার অতি উৎসাহ

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল না বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তবে মামলা নেয়ার ক্ষেত্রে সার্বিক বিষয়ে কিছু কিছু ব্যত্যয় ঘটায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে দায়ী করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার ৪০দিন পর দুই ছাত্রীর একজন ধর্ষণের অভিযোগে মামলা করতে চাওয়ায় খোদ থানার কর্মকর্তারাও বিপাকে পড়েছিলেন। প্রাথমিক তদন্ত না করে মামলা নিলে, পরে যদি বিপদে পড়েন- সেই ভয়ও কাজ করছিল। জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, পুলিশের কাজই এরকম জটিল ও কঠিন। একজন ভিকটিম ঘটনার ৪০দিন পর মামলা করতে চাইলেই যে মামলাটি নেয়া যাবে-তা নয়। তার উপর মামলায় যাদের আসামী করা হয়েছে তারাও সমাজের গণ্যমান্য পরিবারের। সুতরাং এখানে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু না করে বরং সঠিক কাজ করেছে। তদন্তে নিশ্চয় সেই বিষয়টি উঠে এসেছে। এই মামলার বিষয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেছেন, মামলা নেয়ার ক্ষেত্রে বনানী থানা-পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি তাঁর কাছে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কৈফিয়ত তলব করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, আপাতত আলোচিত বলে হয়তো এ বিষয়ে দ্রæত বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কিন্তু মিডিয়াতে যেভাবে লেখালেখি হয়েছে সে অনুযায়ী বনানী থানা পুলিশের দোষ অনেকটাই গৌণ হয়ে গেছে। তদন্তে তার প্রমান মিলেছে।
অন্যদিকে, একই ঘটনায় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির তলবে প্রথম দিন হাজির না হয়ে সময় নিয়েছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। গত বৃহস্পতিবার এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে যখন ব্রিফিং চলছিল তখন উপস্থিত সাংবাদিকরা দুই পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিকে ‘কমিশনকে অসহযোগিতা’ করার সামিল কিনা বলে প্রশ্ন করেন। এর জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও তদন্ত কমিটির আহŸায়ক নজরুল ইসলাম বলেন, তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রস্তুতি ও তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছেন। তারা (পুলিশ) সেলফ ডিফেন্সের জন্য সময় নিয়েছেন। এতে আমরা কোনো অসহযোগিতা দেখছি না। তদন্ত কমিটির আহবায়ক বলেন, আমাদের কমিটির আগামী সভা আগামী ৪ জুন রোববার। সেদিন বিকেল ৪টায় তাদের আবারও তলব করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ