Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৩৩ শিশুসহ ৮০ জন নিহত

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পূর্ব সিরিয়ার মায়াদিন শহরে গতকাল ভোররাতে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের আত্মীয় স্বজন বলে দাবি করা হচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান গতকাল জানান, নিহতদের মধ্যে ৩৩টি শিশুও রয়েছে। তার দাবি, অতীতে সিরিয়ায় আর কোন হামলায় একসঙ্গে এতজন আইএস সদস্যের আত্মীয় স্বজন মারা যায়নি। জানা গেছে, মায়াদিন শহরের মিউনিসিপ্যাল বিল্ডিংয়ে নিহতরা আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন।
মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে সম্প্রতি স্বীকার করা হয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলার সময় অনিচ্ছাকৃতভাবেই ৩৫২ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক প্রধান অ্যান্টি আইএস মিশনের সঙ্গে জড়িত দেশগুলোতে এ বিষয়ে সতর্কও করে দেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ