বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মিলাদ-কিয়ামের বাহাস নিয়ে গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আহলে হক ওলামায়ে কেরামের মুখপাত্র মুফতি মিজানুর রহমান সাঈদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, উলেখিত বাহাসের বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে বাহাসের প্রস্তাবিত জায়গা ছিল যাত্রাবাড়ী মাদরাসা। আহলে হক ওলামায়ে কেরামের পক্ষে বাহাসের জন্য আগত মুনাজিরগণ নির্দিষ্ট সময়ের পূর্বেই যাত্রাবাড়ী মাদরাসায় পৌঁছেন। তারা নির্ধারিত সময়ের পর দুই ঘন্টা বাহাসস্থলে উপস্থিত ছিলেন। আব্বাসী সাহেব বাহাসের জন্য তার প্র¯স্তাবিত জায়গা যাত্রাবাড়ী মাদ্রাসায় নির্ধারিত সময়ে উপস্থিত হননি। মাদরাসা বন্ধ ছিল একথা সঠিক নয়। মাদরাসায় দাওরায়ে হাদীসের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দু’পক্ষের চুক্তিনামায় উলেখ ছিল যে পক্ষ নির্ধারিত সময়ে বাহাসস্থলে আসবে না, সে পক্ষ পরাজিত বলে গৃহীত হবে। সে হিসেবে এনায়েতুলাহ আব্বাসী সাহেব বাহাসে পরাজিত হয়েছেন। আহলে হক ওলামায়ে কেরাম বিজয়ী হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।