বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : চেয়ারম্যানসহ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র অযোগ্য নের্তৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনে এবার দল ছাড়লো ছাত্র সংগঠনের প্রায় এক হাজার সদস্য। দলের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক এম এম এইচ শান্তর নের্তৃত্বে ১৮ মে বিভিন্ন জেলা-উপজেলা-থানা ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা পদত্যাগ করেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ বরাবর লিখিত পদত্যাগপত্রে জাতীয়তাবাদি গণতান্ত্রিক আন্দোলন’র কেন্দ্রীয় নের্তৃত্বের রাজনৈতিক অদক্ষতা, অগণতান্ত্রিক কর্মকাÐের অভিযোগ আনা হয়। বলা হয়, এসব অগণতান্ত্রিক আচরণে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত দেখে দলের সৎ ও যোগ্য নেতাকর্মীরা হতাশ। পাবনা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও উপজেলা-থানার জাতীয়তাবাদি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের এসব নেতাকর্মী পৃথক পৃথকভাবে দল ছাড়ার ঘোষনা দিয়েছেন। উপজেলা-জেলা ও বিশ্ববিদ্যাল কেন্দ্রিক লিখিত বা মৌখিকভাবে মনোনীত আহবায়ক রুমেন আহমেদ, ফায়েজুর রহমান ও আলাউদ্দিন পলাশের নের্তৃত্বে স্ব স্ব কমিটি সম্মিলিত আবেদনের মাধ্যমে গণ পদত্যাগ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।